জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে ১১ সাক্ষীকে ফের জরার অনুমতি চেয়ে করা আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আকতারুজ্জামান আবেদনটি নাকচ করে দেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার ৫, ৬, ৭, ৮, ১৫, ১৬, ২২, ২৩, ২৬, ২৮ ও ৪০ নম্বর সাক্ষীকে পুনরায় জেরার জন্য পৃথক ৩টি আবেদন করা হয়। বেগম জিয়ার পক্ষে তার আইনজীবী এ জে মোহাম্মদ আলী, সানাউল্লাহ মিয়া সাক্ষীদের জেরার আবেদন করেন।
কিন্তু দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল এর বিরোধিতা করেন। পরে উভয়পক্ষের শুনানি শেষে বিচারক ড. মো. আকতারুজ্জামান সাক্ষীদের পুনরায় জেরার আবেদন নামঞ্জুর করেন।
এ মামলায় বৃহস্পতিবার খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনে শুনানি দিন ঠিক ছিল। কিন্তু বিএনপি নেত্রী চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় আদালতে হাজির হতে পারেননি। এজন্য তার পক্ষে সময়ের আবেদন করা হয়।
এছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের দুর্নীতির মামলাটিও শুনানির দিন ঠিক ছিল।
এইচটি/সি